Type Here to Get Search Results !

আমেরিকার দ্বিচারিতা নিয়ে মুখ খুললো পুতিন

 আমেরিকার দ্বিচারিতা নিয়ে মুখ খুললো পুতিন




  বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে পা দিয়েই রুশ প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, আমেরিকা তো রাশিয়া থেকেই জ্বালানি ইউরেনিয়ম কিনছে, তাহলে জ্বালানি কেনার জন্যে ভারতের উপর অতিরিক্ত শুল্ক বসেবেন কেন, এটাই দ্বিচারিতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণেই ভারত সফরে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দিল্লিতে পা রেখে তিনি বললেন যে আমেরিকার যদি রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনার অধিকার থাকে, তাহলে ভারতেরও সেই সুযোগ পাওয়া উচিত। পুতিন বলেন, “আমেরিকা নিজেদের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলির জন্য পরমাণু জ্বালানি কেনে আমাদের থেকে। সেটাও তো জ্বালানি। শক্তি। আমেরিকার পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলিকে সচল রেখেছে ইউরেনিয়াম।”


  ট্রাম্পের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলার আশ্বাস দিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, “যদি আমেরিকার আমাদের কাছ থেকে জ্বালানি কেনার অধিকার থাকে, তাহলে ভারতকে কেন সেই অধিকার থেকে বঞ্চিত করা হবে? এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং আমরা এই বিষয় নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলতে প্রস্তুত।” প্রসঙ্গত, আমেরিকায় দ্বিতীয় বৃহত্তম ইউরেনিয়াম সরবরাহকারী দেশ রাশিয়া। পুতিনের দেশ যা ইউরেনিয়াম বিক্রি করে, তার প্রায় ২৫ শতাংশই কেনে আমেরিকা। চলতি বছরে আমেরিকা থেকে ১.২ বিলিয়ন ডলারের ব্যবসা করেছে রাশিয়া। ২০২৪ সালে আমেরিকায় ইউরেনিয়াম রফতানি করে রাশিয়া ৮০০ মিলিয়ন ডলার আয় করেছিল

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.