নরেন্দ্র মোদী রুশ ভাষায় লেখা 'গীতা' উপহার দিলেন পুতিনকে
শুরু হয়ে গেলো এক নতুন অধ্যায়। ভারত ও রাশিয়ার নতুন রসায়ন। বন্ধু’ পুতিনকে লাল কার্পেট বিছিয়ে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নামতেই জড়িয়ে ধরলেন তাঁকে। নিজের গাড়িতে চাপিয়ে পুতিনকে বিমানবন্দর থেকে বের করলেন। ২৩তম ইন্দো-রাশিয়া সামিট উপলক্ষে ভারতে এসেছেন রুশ রাষ্ট্রপ্রধান। বৃহস্পতিবার রাতে নিজের বাড়িতে নৈশভোজের জন্য পুতিনকে স্বাগত জানান মোদি।
'প্রাইভেট' ডিনারের মেনুতে কী ছিল তা এখনও জানা যায়নি। তবে একান্ত সাক্ষাতের কিছু ছবি পোস্ট করেছেন মোদি। সেখানে দেখা যাচ্ছে, হালকা মেজাজে সময় কাটিয়েছেন দুই 'বন্ধু'।
ভারতে এসে একটি সাক্ষাৎকারও দিয়েছেন পুতিন। মার্কিন 'দ্বিচারিতা', তেল কূটনীতি থেকে শুরু করে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা, সমস্ত ইস্যুতেই মুখ খুলেছেন রুশ প্রেসিডেন্ট। বন্ধু' পুতিনের হাতে বিশেষ উপহারও তুলে দিয়েছেন মোদি। রুশ ভাষায় লেখা গীতা দিয়েছেন রুশ প্রেসিডেন্টকে। সেই ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, 'গোটা বিশ্বের কোটি কোটি মানুষকে অনুপ্রেরণা দেয় গীতার শিক্ষা।'
