Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া


 আজকের আবহাওয়া 


এবার বলাই যায় দুয়ারে শীত এসে গেছে। সকালে বেশ উত্তুরে হাওয়া। তাপমাত্রা কিছুটা কমে গেছে। শীতপ্রেমীরা উল্লাস শুরু করেছে। গরম জামা সকলেই নামিয়ে নিয়েছে।


  আজও দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই সকালের দিকে ঘন কুয়াশা থাকবে। যে জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি সেই জেলাগুলি হল – হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। রাতেও খানিকটা কুয়াশা থাকবে, তবে বেলা বাড়লে ঝলমলে রোদ দেখা যাবে বলে জানা গিয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রিরও নিচে নামার সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে কলকাতা-সহ হাওড়া, হুগলি, নদীয়া এবং উত্তর ২৪ পরগনার তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। ঠান্ডার সাথে সাথে থাকবে কুয়াশার দাপট। সব জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। 


  অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal weather) ইতিমধ্যেই ঠান্ডা বেশ জাঁকিয়ে বসেছে। সপ্তাহের শেষে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কুয়াশা থাকবে প্রচুর। এছাড়া দার্জিলিং কালিংপং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা-সহ সব জায়গায় ঠান্ডার পাশাপাশি কুয়াশার দাপটও থাকবে অতিরিক্ত।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.