Type Here to Get Search Results !

অযোধ্যার হুমায়ুন মসজিদ মিশে গেলো রেজিনগরের বাবরি মসজিদের সঙ্গে


 অযোধ্যার হুমায়ুন মসজিদ মিশে গেলো রেজিনগরের বাবরি মসজিদের সঙ্গে 


  মন্দির আর মসজিদের খেলায় মেতে উঠেছে সারা বাংলা। ভরতপুরের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবীরকে বহিস্কার করার পরেই তিনি খবরের শিরোনামে। বাবরি মসজিদ তৈরি করছেন হুমায়ুন কবীর। ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে আগেই। সোমবার সকালেই নেম প্লেট সামনে এনেছেন ভরতপুরের বিধায়ক। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সংখ্যালঘুরা যাচ্ছেন রেজিনগরের সেই মসজিদ তৈরির প্রস্তুতি দেখতে। অনেকেই মাথায় করে নিয়ে যাচ্ছেন ইট। এবার অযোধ্যার বাবরি মসজিদের ইট যাচ্ছে হুমায়ুনের মসজিদে। সেই ১৯৯২ থেকে সংরক্ষণ করে রাখা ছিল সেই ইট। সেটাই পাঠানো হচ্ছে রেজিনগরে। মুর্শিদাবাদের ডোমকলের একটি মসজিদে ইট সংরক্ষণ করে রাখা ছিল। এক অবসরপ্রাপ্ত সিআরপিএফ জওয়ান আলাউদ্দিন খান ওই ইট নিয়ে এসেছিলেন বাবরি মসজিদ থেকে।


  ১৯৯২ সালের ৬ ডিসেম্বর যেদিন বাবরি মসজিদ ভাঙার ঘটনা ঘটে, সেদিন ওই জায়গায় ডিউটিরত ছিলেন আলাউদ্দিন খান। বাবরি মসজিদের ধ্বংসস্তূপ থেকে একটি ইট স্মৃতি হিসেবে ব্যাগে করে বাড়িতে এনেছিলেন আলাউদ্দিন। সেই ইট ডোমকলের একটি মসজিদে রাখা হয়েছিল। বহু বছর ধরে সংরক্ষিত করা সেই ইট এখন দান করতে চান আলাউদ্দিন। হুমায়ুন কবীরের উদ্যোগে যে নতুন বাবরি মসজিদ তৈরি হচ্ছে, সেখানেই এই ইট দান করতে চান। আলাউদ্দিন বলেন, “সিআরপিএফে ছিলাম। ৬ ডিসেম্বর আমি যখন ওখানে যাই, তখন বাবরি মসজিদ শেষ। আমি তখন একটা ইট নিয়ে এসেছিলাম।” এদিকে, সোমবারই বাবরি মসজিদের নামাঙ্কিত প্লেট তৈরি সর্বসম্মক্ষে নিয়ে আসেন হুমায়ুন কবীর। সেই নেমপ্লেটে লেখা হয়েছে “বাবরি মসজিদ”, স্থাপিত ২০২৫, উদ্যোক্তা হুমায়ুন কবীর।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.