সম্পাদকীয়
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করলেন নরেন্দ্র মোদী
ভারত চিরকাল শান্তি ও সংহতির দেশ। ভারত বুদ্ধ, চৈতন্য, নানকের আদর্শতে বিশ্বাস করে সারা বিশ্বে শান্তি বাণী প্রচার করে আসছেন। সেই পরিস্থিতিতেই হঠাৎ করে বিশেষভাবে অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি-র চেয়ারপার্সন খালেদা জিয়া। সোমবার হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর এই তথ্যই দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। খবরটি প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনাও করেছেন তিনি। এটাই ভারতের ঐতিহ্য। শ্রীলঙ্কায় প্রবল প্রাকৃতিক দুর্যোগে ৩৩০ জনের মৃত্যু হওয়ার পরেই বিশ্বের প্রথম দেশ হিসাবে ভারত সমস্ত রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
শত্রু বা মিত্র নয়, এভাবেই প্রতিবেশি রাষ্ট্রের পাশে, মানুষের পাশে ভারত চিরকাল থেকেছে।
রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউ-এ (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন খালেদা। সোমবার দুপুর আড়াইটে নাগাদ হাসপাতালের সামনে দাঁড়িয়েই দলনেত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে জানান আজম। তিনি বলেন, “গতকাল রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গিয়েছেন। লড়াই করছেন আমাদের মাঝে ফিরে আসার জন্য।" কাল বিলম্ব না করে নরেন্দ্র মোদী শুধু তার আরোগ্য কামনা করেন নি। সকলকে খালেদা জিয়ার জন্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বলেছেন। মোদী বুঝিয়ে দিয়েছেন - বৈদেশিক সম্পর্ক রাজনীতিতে। কিন্তু তার থেকেও বড়ো 'মানবিকতা'।
.jpeg)