গোয়ায় পার্টি চলাকালীন গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু ২৫
গোয়ায় এক ভয়াবহ কান্ড ঘটে গেছে শনিবার রাতে। উত্তর গোয়ার আর্পোরায় জনপ্রিয় নাইটক্লাব বার্চ বাই রোমিও লেনে গত গভীর রাতে এক বিধ্বংসী আগুনে ২৫ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তাদের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ৫০ জন আহত হয়েছেন এবং বর্তমানে তাঁরা গোয়া মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। প্রাথমিক রিপোর্টে জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাতে ক্লাবটিতে আগুন ধরে যায়। নিহতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটক এবং ১৯ জন ক্লাবের কর্মী রয়েছেন।
ঘটনাটি রাত আনুমানিক ১টা নাগাদ ঘটে। পুলিশ প্রথমে সন্দেহ করেছিল যে রান্নাঘরের কাছে একটি সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগেছে। তবে, এই সম্ভাবনা নাকচ করা হয়েছে। গোয়ার ডিরেক্টর জেনারেল অবি পুলিশের (ডিজিপি) মতে, পরিদর্শনের সময় সিলিন্ডারগুলি অক্ষত ছিল। কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে, আগুন কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ভবনটিকে গ্রাস করে ফেলেছিল, ফলে ভেতরে থাকা লোকজনের পালানোর সুযোগ কম ছিল। গোয়ার মুখ্যমন্ত্রী ডা. প্রমোদ সাওয়ান্ত আর্পোরায় বার্চ বাই রোমিও লেন নাইটক্লাবে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘খুবই বেদনাদায়ক’ বলে আখ্যা দিয়েছেন।
