Type Here to Get Search Results !

ফেব্রুয়ারীর দ্বিতীয় সপ্তাহে ভোট ঘোষণা - শুভেন্দু


 ফেব্রুয়ারীর দ্বিতীয় সপ্তাহে ভোট ঘোষণা - শুভেন্দু 


  বাংলায় ভোট মানেই একটা বিরাট উৎসব। সেই উৎসবে চিরকালই শাসক দলের এডভান্টেজ থাকে। তবে এবার 'SIR' আবহে এডভান্টেজ কোন দিকে থাকে তা দেখার। এবার বিরোধী দলনেতার মুখে শোনা গেল সেই সময়ের কথা। রাজ্য পুলিশের চাকরির পরীক্ষা সম্পর্কে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারীর দাবি,  ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই ভোট ঘোষণা হবে। বর্তমানে রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়া শেষ হয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। আর শুভেন্দুর দাবি,  ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার সময়েই ভোটও ঘোষণা হবে। 


  তবে নির্বাচন কমিশনের তরফ থেকে এখনও এ ব্যাপারে কিছু জানানো হয়নি। রবিবার রাজ্যে ছিল পুলিশের পরীক্ষা। সেই পরীক্ষায় একাধিক জায়গায় জালিয়াতির অভিযোগ উঠেছে। প্রতারণার অভিযোগে  নিউ দিঘা ৭ জনকে গ্রেফতার করা হয় এদিন। পরীক্ষা শুরুর আগেই নিউ দিঘার একটি বেসরকারি গেস্ট হাউস থেকে এই চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়। এমনকী ভুয়ো সেন্টার বানিয়ে চাকরির পরীক্ষা নেওয়ার মতো অভিযোগও উঠেছে। সেই পরীক্ষা নিয়ে কথা বলতে গিয়ে শুভেন্দু বলেন, “ফর্ম বিক্রি করে টাকা তোলা হচ্ছে। পুলিশের পরীক্ষা হচ্ছে, একটাও চাকরি হবে না। সবাইকে পরীক্ষায় বসিয়ে রেখে গাজর ঝুলিয়ে দিল।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.