Type Here to Get Search Results !

মিরাকেল আজও ঘটে, তা আবার 'SIR' এর সৌজন্যে

 মিরাকেল আজও ঘটে, তা আবার 'SIR' এর সৌজন্যে 




  আশ্চর্য ঘটনা। এমন ঘটনা সত্যি বিরল। ২৬ বছর পর অবশেষে খোঁজ মিলল নিখোঁজ ছেলের, ছেলেকে পেয়ে বাবা-মায়ের মুখে ফিরল হাসি, সৌজন্যে SIR। দীর্ঘ ২৬ বছর ধরে নিখোঁজ থাকার পর অবশেষে খোঁজ মিলল হাবড়ার হাটথুবা এলাকার প্রশান্ত দত্ত ও শান্তনা দত্তের একমাত্র ছেলে তরুণ দত্ত। নির্বাচন কমিশনের SIR প্রক্রিয়ার জন্যই তা সম্ভব হল বলে দাবি ছেলেহারা এই অসহায় বাবা-মার। ছেলের সঙ্গে ভিডিও কলে কথা বলেই যেন বুকের জমাট বাঁধা পাথর সরে গেল বৃদ্ধ দম্পতির। আনন্দে আত্মহারা, পাড়া-প্রতিবেশী সকলের মুখেই এই আনন্দে তুলে দেন মিষ্টি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়ার ২৫৯ নম্বর বুথের বিএলও তপন ধর দীর্ঘদিন ধরেই জানতেন তরুণের নিখোঁজ হওয়ার ঘটনা। নিজের দায়িত্বে তিনি প্রশান্ত দত্তের বাড়িতে তিনটি এনিউমারেশন ফর্ম পৌঁছে দেন। 


  বাড়িতে থাকা পুরনো কিছু তথ্যের ভিত্তিতে প্রশান্ত দত্ত সেই ফর্মগুলি পূরণ করে জমা দেন। এরপর কমিশনের পোর্টালে ডিজিটাইজেশনের সময় তপন ধর দেখতে পান, পশ্চিম মেদিনীপুরের এক বিএলও ঠিক একই নাম ও তথ্য-সহ তরুণ দত্তের একটি ফর্ম আপলোড করেছেন। সন্দেহ হওয়ায় দুই বিএলও যোগাযোগ করেন এবং যাচাই করে নিশ্চিত হন, দু’জনের উল্লেখ করা তরুণ দত্ত একই ব্যক্তি। এরপর তপন ধর দ্রুত প্রশান্ত দত্তর বাড়িতে গিয়ে বিষয়টি জানান। ছবি দেখেই নিশ্চিত হয়ে যান বাবা-মা। এরপরই তরুণ দত্তের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। জানা যায়, ব্যবসায় ক্ষতির কারণে মহাজনদের টাকা শোধ করতে না পেরে লজ্জা ও ভয়ের চোটে ২৬ বছর আগে কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়েছিলেন তিনি। পশ্চিম মেদিনীপুরে বর্তমানে তিনি গড়ে তুলেছেন নতুন সংসার। সেই থেকে বাবা-মায়ের সঙ্গে তাঁর আর কোনও যোগাযোগ ছিল না।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.