Type Here to Get Search Results !

হুমায়ুনের ভয়ঙ্কর বার্তা - তীব্র ক্ষোভ রাজ্যপালের


 হুমায়ুনের ভয়ঙ্কর বার্তা - তীব্র ক্ষোভ রাজ্যপালের 


  ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর কি সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে? অনেকদিন ধরেই দলের বিরুদ্ধে তার বিদ্রোহ  সীমা ছাড়াচ্ছে। এবার হুমায়ুন আরো এক পা এগিয়ে গেলেন।

পারদ চড়ছে মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে। এরই মধ্যে এবার নড়চড়ে বসলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। হুমায়ন কবীরের মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যে যদি কোনও আইনশৃঙ্খলার অবনতি তাহলে করতে হবে পদক্ষেপ। প্রিভেনটিভ অ্যারেস্টের নির্দেশ দিলেন রাজ্যপাল। ইতিমধ্য়েই এ বিষয়ে রাজ্য সরকারকে চিঠিও দিয়েছেন বলে জানা যাচ্ছে। ৬ ডিসেম্বর বেলডাঙাতে বাবরি মসজিদের শিলান্যাস করবেন বলে জানিয়ে দিয়েছেন হুমায়ুন। তবে জমি পাওয়ার ক্ষেত্রে প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলেছেন তিনি। বেলডাঙার এসডিপিও-র বিরুদ্ধে কাজে বাধা এবং ভয় দেখানোর অভিযোগে এক্কেবারে ক্ষোভে ফেটে পড়েছেন। 


  একদিন আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আগুন নিয়ে খেলবেন না। পরিষ্কার করে সতর্ক করছি মুর্শিদাবাদ জেলার পুলিশ-প্রশাসনকে।” এরপরই এসডিপিও উত্তম গরাইয়ের উদ্দেশ্যে বলেন, “হুমায়ুন কবীরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না। যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনার কলার ছাড়িয়ে নিয়ে যাওয়ার লোক থাকবে না।” এখানেই শেষ নয় প্রশাসনের বিরুদ্ধে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে কর্তাদের আরএসএসের দালাল বলেও কটাক্ষ করেন তিনি। সাফ বলেন, “মুসলমান ভোট দিয়ে আপনাদের নির্বাচিত করবে আর আপনারা আরএসএসের দালালি করবেন? আমার চ্যালেঞ্জ ৬ তারিখে রেজিনগর থেকে বহরমপুর পর্যন্ত জাতীয় সড়ক আমার দখলে থাকবে। মুসলিমদের দখলে থাকবে।” তাঁর এ মন্তব্যের প্রেক্ষিতে চাপানউতোর তৈরি হয়েছে রাজনৈতিক মহলেও। এরইমধ্যে বড়সড় নির্দেশ দিতে দেখা গেল সিভি আনন্দ বোসকে। তাঁর সাফ কথা হুমায়ুনের পদক্ষেপে-কথায় যদি রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি হয় তাহলে তাঁকে ‘আগাম গ্রেফতার’ করতে হবে। রাজ্য যদি ব্যবস্থা না নেয় তাহলে রাজ্যপাল নিজে পদক্ষেপ নেবেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.