Type Here to Get Search Results !

ফুচকা খেতে গিয়ে চোয়াল আটকে মহা বিপদ

 অফবিট 



ফুচকা খেতে গিয়ে চোয়াল আটকে মহা বিপদ 


  খেতে গিয়েছিলেন ফুচকা আর তাতেই ঘটে গেল বিপত্তি। উত্তরপ্রদেশের ঔরাইয়ায় এক মহিলা ফুচকা খেতে গিয়েই চরম বিপদে পড়লেন—হঠাৎই তাঁর চোয়াল আটকে যায় আর তার ফলেই ঘটে যায় চরম বিপদ। ঘটনাটি এতটাই গুরুতর ছিল যে কাছাকাছি মেডিক্যাল সেন্টারের চিকিৎসকেরা সমস্যার সমাধান করতে পারেননি। তাই এই ঘটনায় অসহায় ইনকলা দেবীর পরিবার তাঁকে দ্রুত আরও বড় একটি হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হয়।


  রবিবার রাতে ঘটনাটি ঘটে। পরিবারের একজন সন্তানসম্ভবা ছিলেন। তাঁর প্রসবের জন্য তাঁরা হাসপাতালের কাছাকাছি থাকছিলেন। এদিকে বাচ্চাদের খিদে পাওয়ায় ওই পরিবার নিকটবর্তী একটি স্টলে যায়। ইনকলাও তাঁদের সঙ্গে ফুচকা খেতে যান। এই প্রসঙ্গে ওই পরিবারের এক আত্মীয় বলেন, “দিদি বড় একটা ফুচকা খেতে মুখ খুলতেই হঠাৎ চোয়াল নেমে গিয়ে আর বন্ধ হচ্ছিল না। মুখ একদম খোলা অবস্থায় আটকে থাকায় আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই,” ঘটনার বর্ণনা দেন তাঁর এক আত্মীয়। স্থানীয় মেডিক্যাল সেন্টারের চিকিৎসকেরা প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন এবং হাতে করে চোয়ালটি ঠিক করার চেষ্টা করেন। কিন্তু সফল না হওয়ায় তাঁকে আরও উন্নত চিকিৎসার জন্য বড় হাসপাতালে রেফার করা হয়। পরে তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকেরা তাঁর চোয়াল সঠিক স্থানে বসাতে সক্ষম হন। তবে পরিবার জানায়, এখনও তিনি ব্যথায় ভুগছেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.