বিনোদন
অভিনেত্রী সুদীপাকে হেনস্থা ক্যাব চালকের
কেন যাত্রী মাঝপথে গাড়ি দাঁড় করিয়ে মিষ্টি কিনবে! এই বিষয়কে নিয়েই ঘটে গেলো ভয়ঙ্কর ঘটনা। ক্যাব চালকের সঙ্গে বচসা-হাতাহাতি। আগামীকাল থানায় অভিযোগ দায়ের করবেন সঞ্চালক অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। নিউটাউনে দাদার বাড়ি যাওয়ার পথে ভয়ানক ঘটনার শিকার সুদীপা। বাড়ির গাড়ি ছেড়ে অ্যাপ ক্যাব বুক করেছিলেন তিনি।গাড়িচালককে মিষ্টির দোকানে দাঁড়ানোর জন্য অনুরোধ করতেই বচসা বাঁধে।অশ্লীল ভাষায় গালিগালাজ করা শুরু করেন ওই গাড়িচালক।
তেড়ে মারতেও এসেছিলেন। সুদীপা চুপ থাকেননি। পালটা ওঁনাকে ঘুষি কষিয়েছেন। এমনকী ক্যাব চালক তাঁকে হিন্দি ভাষায় কথা বলতে বলেন। কারণ তিনি নাকি বাংলা বোঝেন না। গোটা ঘটনায় ভীষণ ভয়ে রয়েছে সুদীপার ছেলে আদিদেব। মায়ের সঙ্গে এদিন ক্যাবে ছিল সেও। গাড়ির নম্বর রয়েছে তাঁর কাছে। গোটা ঘটনাটি জানিয়ে সুদীপা মঙ্গলবার কড়েয়া থানায় থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।
