Type Here to Get Search Results !

' যতদিন ইচ্ছা ততদিন শেখ হাসিনা ভারতে থাকতে পারেন' - জয়শঙ্কর

 ' যতদিন ইচ্ছা ততদিন শেখ হাসিনা ভারতে থাকতে পারেন' - জয়শঙ্কর 



  প্রশ্নটা মাথা চারা দিয়েছিল শেখ হাসিনার মৃত্যুদন্ড ঘোষণার পরেই। তারপরেই ইউনুস সরকারের পক্ষ থেকে হাসিনাকে দাবি করা হয়। কিন্তু ভারতের বক্তব্য - ভারতের কাছে কেউ আশ্রয় চাইলে ভারত তাকে আশ্রয় দেয়। কখনোই মৃত্যুর হাতে ছুঁড়ে দেয় না। এবার তা আরও স্পষ্ট করলো ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। শনিবার একটি সাক্ষাৎকারে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারতে থাকা শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত৷ তিনি যতদিন চান ভারতে থাকতে পারেন৷ দীর্ঘ ১৫ বছর ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন মুজিবর কন্যা হাসিনা৷ কিন্তু, ২০২৪ সালের জুলাই বিপ্লবের জেরে অগাস্টের মাঝামাধি কার্যত দেশ ছেড়ে ভারতে আসতে হয় তাঁকে৷ ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে তাঁর অনুপস্থিতিতেই তাঁর মৃত্যুদণ্ড ঘোষণা করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল৷


  এদিন সংবাদসংস্থা এনডিটিভি-র তরফে তাঁকে হাসিনার ভারতে থাকা সম্পর্কে প্রশ্ন করা হলে জয়শঙ্কর বলেন, ‘‘কিছু ঘটনার মাঝখানে পড়ে তাঁকে এখানে আসতে হয়৷ সেই কারণেই এখানে থাকা৷ (ভারতে থাকার, বা কতদিন পর্যন্ত ভারতে থাকবেন) সেই সিদ্ধান্ত ওঁকেই নিতে হবে৷’’ তাহলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ভারতের অবস্থানটা ঠিক কী? এই প্রসঙ্গে জয়শঙ্কর জানান, ভারত বাংলাদেশের যে কোনও সবসময় বৈধ এবং গণতান্ত্রিক ব্যবস্থার পাশে রয়েছে৷ তিনি বলেন, ‘‘যদি বিষয়টা নির্বাচন হয়, তাহলে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করাই প্রাথমিক কর্তব্য (সে দেশের বর্তমান নেতৃত্বের)৷’’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.