আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে সুন্দরবনের 'পাখি উৎসব'
সুন্দরবনে আবার শুরু হতে চলেছে পাখি উৎসব। আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হবে এই উৎসব। চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। ছয়টি দলে ২৪ জন উৎসবে যোগদান করতে পারবেন। প্রতিটি দলে চার জন করে পাখিপ্রেমী, একজন করে পাখি বিশেষজ্ঞ ও একজন করে বনকর্মী থাকবেন। সম্প্রতি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের তরফ থেকে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওয়েবসাইটে (sunderbantigerreserve. org) ই-মেলে (sunderbanbirdfestival@gmail.com) আবেদনের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করাতে পারবেন পক্ষিপ্রেমীরা। অনলাইনে ফর্ম পূরণ করতে হবে ২১ ডিসেম্বরের মধ্যে।
এই নিয়ে চতুর্থ বর্ষে পড়ল পাখি উৎসব। ২০২৫ সালে তৃতীয় পাখি উৎসবে ১৫৪টি প্রজাতির পাখির দেখা মিলেছিল সুন্দরবনে, যা দ্বিতীয় পাখি উৎসবের তুলনায় অনেকটাই বেশি ছিল। এর মধ্যে ৫১টি পরিযায়ী প্রজাতির পাখির দেখা মিলেছিল। আর ১০৩টি ছিল আবাসিক প্রজাতির পাখি। ৩১৯০০টির বেশি পাখির দেখা মিলেছিল চার দিনের উৎসবে।যার মধ্যে ইউরেশিয়ান কার্লিউ, ব্রাউন উইংড কিংফিশারের মতো ১২টি বিপন্ন প্রজাতির পাখির দেখাও মিলেছিল বলে রিপোর্টে উল্লেখ করেছিল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। গত বছরের মতো এবারেও মোট ২৪ জন পক্ষীপ্রেমীকে পাখি উৎসবে অংশগ্রহণের সুযোগ দিয়েছে বন দফতর। মোট ছটি দলে ভাগ হয়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও ২৪ পরগনা বন বিভাগের মোট ছটি আলাদা আলাদা রেঞ্জ এলাকায় ঘুরে বেড়ান এই পাখি প্রেমিরা।পর পর তিন বছরের পাখি উৎসবে ব্যাপক সাফল্য মিলেছে। আগের তুলনায় সুন্দরবন পাখিদের জন্য অনেক নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠেছে। সে কারণে প্রতি বছর পাখিদের সংখ্যা বাড়ছে। বাড়ছে পরিযায়ী পাখিদের সংখ্যাও। আশা করছি, এ বার আরও বাড়বে।
