বাংলাদেশের প্রস্থান ও স্কটল্যান্ডের প্রবেশ
নতুন সমীকরণ তৈরী হয়ে গেলো টি ২০ বিশ্বকপের। পাকিস্তানের অনুপ্রেরনায়, নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশ আর ভারতের খেলতে আসবে না বলে জানিয়ে দিয়েছে। এবার? এখন প্রশ্ন তাহলে লিটন দাসদের দলের পরিবর্তে কারা বিশ্বকাপে খেলতে নামবে? প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বাংলাদেশ না খেললে তাদের জায়গা নিতে পারে স্কটল্যান্ড ক্রিকেট টিম।
যদিও স্কটল্যান্ডের খেলার বিষয়টি এখনও চূড়ান্ত করেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ICC। তবে এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, স্কটল্যান্ড কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্যর্থ হয়েছিল। বিশ্বকাপের বাছাইপর্বে নেদারল্যান্ড, ইতালি ও জার্সিরও পিছনে ছিল স্কটল্যান্ড। ফলে তারা টুর্নামেন্টে প্রবেশ করতে পারেনি। কিন্তু এখন যেহেতু বাংলাদেশ বাদ যাবে তাই স্কটল্যান্ডেরই বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে।
এখন দেখার টিম ভারসাম্য বজায় রক্ষার জন্য সর্বোচ্চ ক্রিকেট সংস্থা কোন সিদ্ধান্তে পৌছায়। ইউরোপীয় বাছাই পর্বে স্কটল্যান্ড ইতালি ও জার্সির কাছে হেরেছিল। পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল যথাক্রমে নেদারল্যান্ড, ইতালি, জার্সি ও স্কটল্যান্ড। অতএব, স্কটল্যান্ড সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেনি। ফলে এখন ICC-কে Ranking-এর ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। ICC টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে স্কটল্যান্ড ১৪তম স্থানে রয়েছে। টুর্নামেন্টেযে দলগুলো অংশগ্রহণের সুযোগ পায়নি তাদের থেকে ভালো র্যাঙ্কিং রয়েছে স্কটল্যান্ডের। সেই নিয়মেই তারা সুযোগ পেতে পারে। এর নিয়ম আগেও প্রয়োগ হয়েছে। ২০০৯ সালে জিম্বাবোয়ের বিদায়ের পর সুযোগ পেয়েছিল স্কটল্যান্ড। এখন দেখার lCCI শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তে পৌছায়।
.jpeg)